মস্ত বড় বাড়ি তোমার, থাকার লোকের অভাব।
  ডজনখানেক ডিগ্রি নিলে, মন্দ তোমার স্বভাব।
   অঢেল টাকা খরচ করে নিত্য ওষুধ কিনো।  
  শরীরখানা করতে সোজা পারলে কোনো দিনও?
    রকেট চরে ছুঁতে গেলে কত্তো দূরের চাঁদ!
বাড়ির পাশের লোকগুলোকেই থাকলো জানা বাদ!
   বুদ্ধির জোর সদাই করো, আবেগখানিই অল্প।
    লাগাম ছেড়ে তাই করে যাও স্বার্থবাদী গল্প।
  লোক জমায়েত বাড়িয়ে তুমি খ্যাতির পিছে ধাও,
   শেষ বেলাতে মরণ কালে তাদের কাছে পাও?
    জনসেবার নামে তোমার নিজের নামই চাই,  
    ধন-দৌলত বাড়িয়ে গেলে, মানবতাই নাই!
  তোমার মতো কতো জনেই থাকছে মানুষ সেজে,
কে তার আসল, কেইবা নকল, বুঝতে পারে কে যে!