নরকের নরে ভরে গেছে ধরাতল,
কুণ্ডলী পাকিয়ে ধেয়ে আসে শিকারির দল,
রক্তপিপাসু নেকড়েরা ঘুরে দলে দলে,
অসহায় মানুষ আজ নেকড়ের কবলে,
একজনের পর শিকার আরেকজন,
কেউ জানে না সে বাঁচবে কতক্ষণ!
একটি হত্যার ইতিহাস ঢাকে আরেক হত্যা,
কেউ শুধু দেখে, কেউ করে হুঁশিয়ার অগত্যা,
আমরা জন্মেছি কোন অপয়া ক্ষণে,
পার হই না ওপারে স্বাভাবিক মরণে।
তুমি বা আমি কিম্বা অন্য কেউ,
একে একে গড়ে তুলি এহেন মরণের ঢেউ।
নেকড়েরা খুন করে হয়ে যায় রাজা,
কী পাপে আমরা পাই হীন এই সাজা?
কবে যাবে নিপাত সব নেকড়ের দল?
কবে থেকে বইবে না এভাবে রক্তের ঢল?