আমি পথিক,
অজ্ঞাত মোর প্রকৃত গন্তব্য...
আমি ক্ষণিক,
কালের পক্ষে করিনা মন্তব্য।


আমি যৌগিক,
যোগ বিয়োগে মেলামেশা।
আমি ধার্মিক,
ধর্ম বুঝি নিগূঢ় ভালোবাসা।


আমি আংশিক,
পূর্ণতা খুঁজাটা সম্পূর্ণ বৃথা।
আমি নৈসর্গিক,
সরল থাকা-ই আসল কথা।


আমি সৈনিক,
সমর আমার বৃহত্তম পেশা।
আমি অন্তরীক্ষ,
আমিত্ব বিসর্জন হোক নেশা!