একদিন মাটি হবো, থাকবে না কোনো অসুখ!
সবুজ ঘাসে পূর্ণ হবে আমার ক্ষতবিক্ষত বুক!
এক প্রভাতে জল ফড়িং এসে প্রশান্তি মনে বসবে সেখানে।
ডাগর দুটি চোখে তাকাবে নিশ্চুপ আমার পানে।


চিন্তাহীন ক্লেশহীন প্রচুর ঘুমাবো সেদিন!
থাকবেনা অর্থের বোঝা-থাকবেনা কোনো দীন।
একটি মাছরাঙা যদি কখনো উড়ে এসে কাছে বসে
জলপাইয়ের শুকনো পাতা আহা, যদি নিরবে পড়ে খসে!


সহজ-জটিল কর্মের কোনো চিন্তা রবে না,
সময়ের বিরক্তিকর এলার্ম বাজবে না!
বকুলের পাপড়ি দেখিবে মধুমক্ষিকার আনাগোনা!
স্মৃতি মুছে যাবে সব-কারো কথাই আর মনে পড়বে না!
প্রজাপতি উড়ে এসে ছায়া দিবে তার সোনালী ডানায়
দীর্ঘশ্বাস নিতে হবেনা কোনদিন-কোনো বিরহ যন্ত্রণায়!


বহর পাতা বেয়ে শিয়রে ঝরে পড়বে হেমন্তের শিশির বিন্দু!
যদি কেউ মনে করে আসে কোনদিন আমার পাশে,
এক অন্তরীক্ষ শূন্যতার মাঝেও অবশেষে-
মহাকালের স্রোতে সে-ই হবে আমার একজন প্রকৃত বন্ধু!