কিছু গুপ্তধন...
সহস্র বছর লুকিয়ে থাকবে এক নিখোঁজ পৃথিবীতে।
বসন্তের পড়ন্ত বেলায় ফুঁটবেনা কোনো পুস্পস্তবক।
অজস্র মহাকাব‍্য অপ্রকাশিত রবে অনুভূতির গ্রন্থাগারে।


এক বর্ষায় নদীর কলধ্বনি শুনবেনা হলতা'র বালু তট।
একটি শিশিরভেজা প্রভাত-
ডুকরে উঠবে উদয়ের তীব্র প্রতীক্ষায়!
একটি হিম সন্ধ্যা আনমনা রবে এক বিরহ বেলায়!
বিহঙ্গের করুণ কণ্ঠে-  
সঙ্গীতের সপ্তসুর শ্রুতিহীন মিশে রবে হেমন্তের দুপুরে।


কেউ কোনদিন খুঁজে পাবেনা এসবের।
যদি উৎকণ্ঠিত প্রাণে একবার তুমি এসো-
খুঁজে পাবে সব এক প্রেমিক হৃদয়ে!
যদিও অজানা সব আজীবন তোমার মনে!
যদিও তুমি আজ প্রেমিকহীন;
প্রণয়হীন তুমি আজ আলোক আলোকবর্ষ দূরে!