এক পশলা বৃষ্টি স্নাত স্নিগ্ধ প্রশান্ত সেদিনের পড়ন্ত বিকেল!
আঙিনার পাশেই সবজির মাচানে শিস দিয়েছিল দোয়েল।
বিনয়ী এক বনিতার স্বচ্ছ হৃদয় থেকে উন্মুক্ত হয়ে ক্ষেম
প্রকম্পিত তরুণ পৃথিবীর বুকে নেমে এসেছিলো তার প্রেম!
ছুঁয়েছিল ভাদ্দুরে নির্মল বাতাস, নীর টলমল পাতার নেত্র,
সতেজ ধান ঘাসের ডগার নৃত্যে মুখরিত ছিল বিস্তীর্ণ ক্ষেত্র।
সমূহ গ্রামের শরীর জুড়ে কোমল নিরবতা, ভিজে সবুজ রং,
প্রথম শিহরণে তার প্রেম পৃথিবীর সর্বত্র মিশে না গিয়ে বরং
খালের মিহি ঢেউয়ে মিশে গিয়েছিল এক নিবিড় সন্ধ‍‍্যা ক্ষণে,
মিশে গিয়েছিল বহুদূরে ছড়িয়ে পড়া রক্তিম দিগন্তের মনে!
মিশে গিয়েছিল শুভ্র পুস্পের প্রাণে, পাখিদের তৃঞ্চার্ত ঠোঁটে
একটি ছোট কবিতার প্রাণে নিবৃত্ত মনে গিয়েছিল সে ছুটে
অবলীলায় মিশে গিয়েছিল আকাশের হৃদয়ে মুক্ত সন্তোষে,
বসুমতী পলকহীন মুগ্ধ হয়েছিল সেদিন কিঞ্চিত মৃদু হেসে!