বৃন্তে থাকুক গোলাপ!
প্রকৃতির সৌন্দর্য্য বৃদ্ধি পাক।
প্রকৃতির নিয়মে ঝরে যাক।
তবু সুগন্ধির প্রত‍্যাশায় ছিড়ে নিতে চাই না!
আহা, স্পর্শে দাগ লাগে যদি!
জানি এতে গোলাপের কোন কষ্ট নেই!
তবু গোলাপ ভালবাসি।


একটি পাখি উন্মুক্ত উড়ে বেড়াক।
সন্ধ‍্যে হলে তার নীড়ে ফিরে যাক।
তার প্রিয়জনের সাথে রাত কাটাক।
তবু একতরফা সখে তাকে খাাঁচায় বন্দী করতে চাই না!
আহা, কষ্ট পায় যদি!
জানি এতে  নিদারুণ দুঃখ পায় এ মানব জীবন!
তবু পাখি ভালবাসি।