বিদায় নিয়ে বাজারে চলে গেছে সূর্যের রঙ,
প্রজাপতি ছিল রঙিন, ছিল শ্রমের শঙ্করগণ।
হাসির খেলায় ভরা ছিল আমাদের সব সঙ্গগঠন,
এখন সময় পূর্ণ হল, সেই আলস্য ছিল সম্পূর্ণ।,
চলে গেলে আমার আত্মা থাকবে সদা নিশ্চিত মহাশয়।
বৃষ্টির মতো পুরাতন স্মৃতি ছিলে নিঃশেষে মাঝে মাঝে।
সময়ের বিশ্রাম হল আস্থা থাকবে সাথে,
মিলনের পূর্ণিমায় কখনো সংগঠন থাকবে না শেষ।
পথের প্রদীপে প্রকাশ থাকবে তোমাদের সম্পূর্ণ সমর্পণ,
অদৃশ্য হৃদয়ে থাকবে মনের অনন্ত আনন্দময় অবস্থা।
সমস্ত শুভেচ্ছা দিয়ে বিদায় নিয়ে হারিয়ে যাওয়াl