ঘোর ঘুমের রাতে যে অবস্থা,
বেদনার সাগরে বিস্ফোরণের বাতাসা।
শব্দের শোলে পুরো গ্রাম,
মন ভরে রয়ে যায় শূন্যের স্বাম।
স্বপ্নের ঘাটে যেমন নাচে,
চাঁদের আলোয় মনের রঙ মাচে।
কেউ নাই জাগছে আবার কেউ নেই ঘুমে,
ঘুম বদলে যায় মানসিক বিক্ষোভে,
সৃষ্টির আত্মজ্যোতি ক্ষুদ্র স্পষ্ট হৃদয়ে,
চোখের বিনিময়ে দেখতে পায় বিস্ময়ে।
আকাশ কাটালে নাই চাঁদের ছায়া,
তার দেখা চায় মন যেন দূরের যায়া।
বিরক্তির রাতে মন হারায়,
কবি আকুল হয়ে আন্ধারে ফেলায়।
আশার সমুদ্রে হানি সকল সম্প্রসারণে,
অপেক্ষার ছায়ায় ক্রন্দন করে।