স্বপন আবছায়ার নির্জন নীল অবসারে,
সৃষ্টির স্বভাবে ছড়িয়ে গেছে মন ভরে।
মেঘে মেঘে বিস্তৃত মাতালো অভরণ,
পূর্ণিমার রাতে হারিয়ে যায় মাটির চাঁদনি।
দাঁড় করে কবিতা করে মধুমাখা বৃক্ষ,
মহাবিশ্বের গান সুর করে স্বপ্ন বিষাদিত।
বৃষ্টির বাতাসে সোনালী নাচে অভিমানে,
পৃথিবীর অন্য কোণে মেলে জগতের নতুন দ্বীপ।
সবুজের শীতলতার আঘাতে কাঁদছে নদী,
আকাশে খেলা করে মেঘের স্বপ্নিল রঙ।