সৃষ্টিতে একলা আমি রই,
প্রকৃতির মাঝে ভাসি আমি।
বৃষ্টির ধারা ঝরে পড়ে মাঠে,
গাছের টানে স্নিগ্ধ মেঘলায় রই।
দিগন্তে আলোর দাগে বাতাস,
সবুজ পালকে বসে আছে বনে।
সুধার মতো চাঁদের জ্যোতি বন্ধুত্বে।
উদাসীন সূর্যের উপর তাকিয়ে,
স্বপ্নের দুনিয়ায় ভ্রমণ করি।
পাখিটি উড়ে যায় নদীর ওপরে।
সঙ্গে সাথে কেউ নাই।
একলা থাকা ভালো লাগে কখনো,
প্রকৃতির সঙ্গে মিলে থাকা মোহনায়।