অনবদশের দিকে পথ চলে,
একা বিকেলে ভ্রমণ করে।
ফেলে দিয়ে অচেনা রাস্তা,
পথ ছড়িয়ে এপার থেকে ওপার ।
পৃথিবীর বিভীষিকা মেলায়,
মনের চিরনির্মাণ করে তাই।
অবাধ্য পথিকের বন্ধু নেই,
জীবনের প্রশ্নে কোনো উত্তর নেই।
অতল দেশে চলে যায় যত্নহীন,
বিভ্রান্তি দেখে ভেসে মিলনে।
চিরদিন নিশিথ পথিকের হাতে,
ভয়ের তালে অধীন স্বপ্নে।