ভয়গুলোকে কবর দিয়েছি আদর করে
যদি মনের সাহস একটু বাড়ে।
দুঃখগুলোকে অনেক কষ্টে রোদে শুকিয়ে
মনের আনন্দে ফেলেছি ছুড়ে।
হতাশাগুলো বিক্রি করে দিয়েছি
ধনী-প্রভাবশালীদের কাছে।
লোভের বাসায় আগুন দিয়েছি ক্রোধে
একটু মানুষ হবো বলে!
আজ সকালে তা ঝাঁড়ুপেটা করে
মনের সুখে ফেলে দিয়েছি নর্দমার জলে অহংকারের গুদামঘরে দিয়েছি বারুদ জ্বেলে।
শুধু একটু মানুষ হবো বলে।