প্রকৃতির সৌন্দর্য অদ্ভুত ও অসাধারণ,
পৃথিবী জীবনের মধ্যে মহৎ এক রসিকতার শাখা।
সবুজ গাছের ছায়ায় বসন্তের স্বপ্ন দেখছি,
ফুলের রঙে রঙে করে নতুন এক গল্প লেখছি।
পবিত্র নদীগুলি যেন গোপন করে রেখেছে স্মৃতি,
মুখোমুখি হতে গেলে বিস্ময়ে হারানো সৌন্দর্য দেখি।
সূর্য আসে নতুন দিনের সাথে নতুন আশা,
সন্ধ্যার মধুর স্বরে নাচে মানুষ নিজেকে বিস্মিত হয়।
প্রকৃতির সৌন্দর্য সম্পূর্ণ অপূর্ণ এক চেষ্টা,
মানুষ করে কি যায় তার সংগ্রহ একদিন সেদিন তাই শুধুই হবে বেঁচে থাকা তো নয়
জীবনে বিশ্বাস দিয়ে তার মূল মূর্তির আবদ্ধতা।