গগনের ঘাসে ডুবে যাওয়া সূর্যের সন্ধ্যা,
মেঘের পাতায় চলে এসে
বিলীন দিনের প্রজাপতির চিহ্না।
আলোর রঙে রঙিয়ে জগতের সৃষ্টি রচে,
সূর্যকিরণের মাঝে হাসির বীণা বজায় মানুষের প্রাণে।
চোখের জলে বাঁধা ফুলের আলোর তালে,
মেঘগুলো দাঁড়িয়ে আলোর স্নেহে ধনুক মিলায়।
মন চঞ্চল হয়ে যায় সমুদ্রের আবহে,
সবুজ পাতায় লেপে নিয়ে মেঘমণি গান গায়।
হেমন্তের শেষ ঘোরে মেঘগুলি চঞ্চল হয়ে,
ভাসা সূর্যের মতো রঙিন পাখির আকাশে উড়ে।