দু-চারখানা যা লিখি তা এখন পর্যন্ত কবিতা হয়ে উঠেনি, বুঝতে পেরেছি অনেক আগে
তারপরও মাঝে মাঝে নিজেকে কবি কবি লাগে।
যেখানে কবিতাই চিনিনা, সেখানে কেমন করে কবি হই,
বাস্তবে আমি যে কোনো কবি নই,
তবে লোকে যদি কবি বলে তবে কবি হই।
মুলত আমি কোনো কবি নই৷।


কবিতার সংজ্ঞাটাই গবেষণা করে পারলামনা করতে ভেদ,
কেমন করে কবি হওয়ার জন্য ধরি আমি জেদ?
কয়েকটা চরণ লিখলে যদি কবি হত তাহলে কোনোকালে হয়তোবা একজন টাইপম্যানও কবি হয়ে যেত।
আজকাল সোশ্যাল মাধ্যমে আবাল, বৃদ্ধ, বনিতা সকলেই দু-চার চরণ লিখে বৈকি,
হয়তোবা তারা কবি, আমি কবি হইকি??


বিশাল অনুষ্ঠান করে অর্থের বিনিময়ে স্বর্ণপদক যারা পায়,
আজকাল তো কবির মহামূল্যবান তকমা তাদেরই গায়।
স্বর্ণপদক দূরে থাক টিনের পদক ও কেউ আমায় দেয় নায়,
অধমের লেখা যে কোথাও ঠাই পায় নায়।
হলুদ সাংবাদিকতার করাল গ্রাসে যাদের লেখা প্রকাশিত হয়,
বর্তমানে তো তারাই প্রকৃত কবি হয়।।


এমনও লেখার ভিড়ে বুক চিড়ে কেমন করে আমি রই,
বাস্তবে আমি কোনো কবি নই।
তবে লোকে যদি কবি বলে তবে কবি হই।
সাহিত্য সম্পর্কে আমার ধারণা মহাশূন্য নিয়ে গবেষণার ন্যায়,
তবুও অধম আমি এসব লিখে শুধু সময় করি ব্যায়।
রবী, নজরুল, জীবনানন্দ উনারা লিখেছেন,
সেখান থেকে কেউ কেউ শিখেছেন।
আমি কিছু শিখি নাই,
তাই আমি ভালো কিছু লিখি নাই৷।


বহু কবির শতশত বই, আমার নাই একটাও বই,
বাস্তবে আমিতো কোনো কবি নই।
তবে লোকে যদি কবি বলে তবে কবি হই।
মুলত আমি অধম কোনো কবি নই।।


//রচনাকালঃ-
০৭/১১/২০২১ ইং
সময়ঃ- ২.৩০(রাত),
মোড়েলগঞ্জ, বাগেরহাট৷।


বিঃদ্রঃ- বাস্তবে বাংলাদেশের বহু সংবাদপত্রে আমার লেখা প্রকাশিত হয়েছে এবং আমার বইও প্রকাশিত হয়েছে। যদিও আমি কবি নই, তথাপিও কবি হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি।