করোনায় মরোনা যদি থাকো সচেতন,
এমনিতেই মরে যাবে যদি হও অচেতন।
একান্ত প্রয়োজন ব্যতীত যদি হও ঘরের বাইরে বের,
রোগ কিন্তু বেড়ে যাবে আরো অনেক ঢের।।


মাস্ক কিন্তু রাখতে হবে তোমারও মুখে,
দরকার হলে গ্লাভস পরবে তোমারও হাতে।
বিলেত ফেরতদের আশেপাশে যেওনাকো ভুলে,
অসাবধনতা তুলবে কিন্তু তোমায় করোনার শুলে।।


নিয়মিত সাবান দিয়ে ধুয়ে নিবে হাত,
করোনার এই রাত কেটে হবেযে প্রভাত।
পশু-পাখি ও জীবজন্ত থেকে থাকতে হবে দূরে,
গুজবকারীকে দাও পুলিশের হাতে ধরে।।


কোনো অঞ্চলে মহামারি দেখা দিলে-
কেউ বের হবেনা, কেউ প্রবেশও করবেনা বলেছেন মহানবী,
ধৈর্য ধরে কোয়ারেইন্টাইনে থাকো, তোমার হবে সবই।
সর্বদা সচেতন থেকে চেষ্টা করো তুমি,
রক্ষা করবেন আল্লাহ, তিনিই জগৎস্বামী।।


আতঙ্ক সমাধান নয়, সচেতনাই সমাধান,
তাইতো থাকতে হবে সর্বদাই সাবধান।
যদি তুমি সচেতন হও, তবে সচেতন হবে দেশ,
এভাবেই করোনা কাটিয়ে থাকবো মোরা বেশ।।


সময়ঃ- ১.৫০(দুপুর),
২৭/০৩/২০২০
মোরেলগঞ্জ, বাগেরহাট।।