আমার জন্য দেখো কনে
                              তোমরা সবাই মনে মনে।
দেখো কনে কুঞ্জবনে পাবে নাকো আমায়,
আমিযে চলে যাবো ধরাতে থাকবো নাকো হায়।।


কেনো তোমরা শেরোয়ানী, কেনো বেনারসি,
আমায় ওরে ডাক দিয়েছে আসমানের ঐ শশী।
গাজীর জন্য কাজী ডাকো মনে মনেরে,
আমি যে চলে যাবো ডাক দিয়েছেন সে।।


ধরণী মোরে শূন্য করেছে, করেছোগো যাযাবর,
মনে যদি কনে ধরে, মোর লইবে কে খবর?
স্রষ্টা মোরে একা পাঠিয়েছেন, নিবেনও একা,
মনে মনে কনে দেখে দিওনাকো ধোকা।।


কোনো রুপসীর কেশেরও ঘ্রাণ
          কখনও কাড়েনি আমার এই মন,
মনে মনে কনে দেখো তোমরা সারাক্ষণ।
ধরাধামে কনে চাইনা, চাইনা আমি কিছু,
পিছু থেকে কনে দেখে করোনাকো নিচু।।


কবরের সাজ সাজি আমি প্রতি দিবারাত,
শেরওয়ানি নয়, সাদা কাপড়ে হয় মোর প্রভাত।
যমদূত মোরে হাতছানি দেয়, ডাকে ক্ষণে ক্ষণে,
সবাই ওরে মনে মনে আমার জন্য দেখো কনে।।


মনে মনে তোমরা ওরে দেখো নাতো কনে,
অবনীতে কনে নাইকো, কনে হবে স্বর্গেরই বনে।
আমার জন্য দেখো কনে
                    তোমরা সবাই মনে মনে।।


কোনো কনে যদি আমার হাতটি ওরে ধরে,
তাকে নিয়ে আমি ওরে যাবো পরপারে।
পরপারে আমি ওরে পাড়ি দেবো যেদিন,
মহান স্রষ্টা আমার জন্য কনে দেখবেন সেদিন।।


//রচনাকালঃ-
০৯/০২/২০২২ ইং
সময়ঃ- ৬.০৩(সকাল),
মোরেলগঞ্জ, বাগেরহাট।।


বিঃদ্রঃ- কবিতাটি অনেকটা অভিমান করে লেখা। দীর্ঘ অসুস্থতার করাল গ্রাসে আমার পৃথিবীর জীবন অনেকটাই অন্ধকার। যেখানে জীবন বাঁচানো দায়, সেখানে কেমন করে কনে দেখা যায়!!