চণ্ডীদাস যেমন করে পরেছিলো রজকিনীর প্রেমে,
তেমনি করে তোমায় আমি রাখতে চাই নয়নে।
তুমি মোর ভালোবাসা, তুমি বীনে অন্য কেউ নাই,
তোমার জন্য হাজার বছর আমি বড়শি বাইতে চাই।।


চণ্ডীদাস বাইছে বড়শি বারো বছর,
আমি তোমার জন্য বাইতে চাই সখি হাজার বছর।
দিন থেকে রাত, রাত থেকে ভোর,
তোমায় দেখতে দেখতে কেটে যাকনা হাজার প্রহর।।


এক নজরনা দেখার জন্য হবো আমি চণ্ডীদাস,
দরকার হলে আমি বড়শি বাইতে বাইতে হবো যে বন্ধু লাশ!
তোমার ঐ সুন্দর মুখপানে তাকালে পাই বড় তৃপ্তি,
তুমি মোর জীবন আলো, তুমি যে মোর দীপ্তি।।


তুমি মোর প্রথম চাওয়া, শেষ চাওয়াও তাই,
তুমি বীনে এ হৃদয়ে অন্য কেউ নাই।
আমার বড়শিতে প্রিয়া উঠবেনা তো মাছ, দেখবো শুধু তোমায়,
তুমি বীনে এ জীবনে নাইতো কেউ নাই।।


আদার বীনে বড়শী সখা গিলবে কোন মৎস হায়,
তুমি যে আমার; বিধি দিয়েছেন সেই রায়।
আমারও জীবনপানে পাইছো তুমি ঠাই,
দরকার হলে তোমার জন্য আমি হাজার বছর বড়শি বাইতে চাই।।


//রচনাকালঃ-
২৯/০৮/২০২০ ইং
সময়ঃ- ১২. ৪৮(রাত),
মোরেলগঞ্জ, বাগেরহাট।।