মানুষের মনুষত্ব আজ পরিনত হয়েছে পশুত্বে,
তাইতো ঐ মানুষ রুপী হায়নার দল হত্যা করলো নিরীহ তনুকে ।
আর কতকাল এভাবে দেখতে হবে নিরীহ তনুদের বিভৎস লাশ?
অত্যাচারিদের অত্যাচারে আজ কলুসিত হচ্ছে বাংলার আকাশ বাতাশ ।
চাই আমরা বিচার চাই তনু হত্যার,
কিন্তু তনু হত্যার হবে কী সুষ্ঠু বিচার?
ধিক শত ধিক ঐ ঘৃন্য পশুদের,
জেগে ওঠো বাঙ্গালী এধরনের হিংস্র অঘটন যেনো হয়না ফের ।
তনুকে হত্যা করতে হয়নি দেরি কিন্তু তদন্তে কেনো হচ্ছে এতো দেরি?
জানিনা হয়তোবা এর সাথে কোনো শক্তিশালী গোষ্ঠী করছেতে বাহাদুরি ।
তনু হত্যার বিচার নিয়ে যদি চলে কোনো নাটক,যদি চলে কোনো সিনেমা,
তাহলে জাতি ভেঙ্গে দিবে সব অত্যাচারিদের নিশানা ।
জানিনা আমি কিছু,চাই শুধু তনু হত্যার বিচার চাই,
তনু মরলেও তনু হত্যার বিচারের জন্য বেঁচে আছে হাজার হাজার ভাই ।