কবিতা কাকে বলে জানিনা বলেই কবিতা লিখি,
অনেক কিছু বুঝিনা বলেই অনেক কিছু শিখি।
কবি কে জানিনা আমি কবি,
কিছু কিছু বুঝি কিন্তু বুঝিনা সবই।
নিজেকে কবি করিনা কখনও দাবী,
এই আমি কবি কিনা এখনও ভাবি।
কবিতা লিখলে যদি কবি হওয়া যেতো তাহলে আমি সাত বছর বয়সে কবি হয়ে যেতাম,
শিশুকালেই কবির স্বাদ নিতাম।
কবিগন ভুল কিছু লিখেনা,
যা লিখে তাই সঠিক,ভুল হলেও সঠিক।
যারা পুরুষ্কার পেয়ে মনে করে তাদের কবি,
আমি মনে করি ভুল তাদের ভুল সবই।
মনের তৃপ্তি নিয়ে লিখে যে কবিতা,
কবিতো সেই,বাদ বাকিদের কবি বলাই বৃথা।