জীবসত্তা কর হত্যা,
মনুষ্যত্ব বড়,
তার জন্য গ্রন্থ বই
বেশি করে পড়।
অনেকে আমরা মনে করি,
জ্ঞান উপার্জনের নীতি,
ভুল করেছে তারা,
যারা গেয়েছে এই গীতি।
শিক্ষার জ্ঞান দরকার ভাই
বেচেঁ থাকার জন্য,
শিক্ষা বিহীন থাকে যারা
তারা বোধ হয় বন্য।
শিক্ষার মাঝে পাওয়া যায় ভাই
মনুষ্যত্বের স্বাদ,
শিক্ষার জন্য চল ভাই মোরা
হাতে রাখি হাত।