পরাবাস্তব এবং বাস্তব শব্দ দুটি ভীষণ জটিল !
এই মুহুর্তে এক লক্ষ বাস্তব ঘটনাকে পরাবাস্তব প্রমানিত করার সিদ্ধান্ত নেওয়া হলো ।
বলবোনা এক লক্ষ একবার তোমার নূপুরের ধ্বনি আমার ঘুম ভাঙ্গিয়েছে।
প্রতিটি মুহূর্তকে বিদীর্ণ করেছে এক লক্ষ দুই অসঙ্গায়িত সমীকরণ।
এক লক্ষ তিন কম্পাঙ্কে আন্দোলিত হয়েছে আড়ষ্ট নাকফুল।
চশমার কাঁচ অস্বচ্ছ করেছে এক লক্ষ চার কুয়াশা বিন্দু।
এক লক্ষ পাঁচ ঐক্যতানে আন্দোলিত হয়েছে অবহেলিত ঝুমকো জোড়া।
নীল পোশাকে বিষাদের ছাপ এঁকেছে এক লক্ষ ছয় প্রজাপতি।
এক লক্ষ সাত ঘনসেন্টিমিটার বালুকণা দিগন্ত ছাপিয়ে সূর্যকে গ্রাস করেছে ।
আকাশ জানিয়েছে ছাই রঙ্গা বেদনার বার্তা এক লক্ষ আট মিনিট।
এক লক্ষ নয় মুহ্যমান কবুতর বার্তা বহনে অস্বীকৃতি জানিয়েছে।
উত্তরের হিমবাহ তাদের এক লক্ষ দশ বায়ুচাপে পিষ্ট করেছে।
এই মুহূর্তে এক লক্ষ দশটি অবাস্তব ঘটনাকে বাস্তব প্রমাণ করা হলো।
বাস্তব এবং অবাস্তব শব্দ দুটি ভীষণ ঘোলাটে।
যার নাম দিলাম অপবাস্তব।