আগামী ভোর হবে হলুদ বাতির মত ঘোলাটে,
যদি আমি মানুষ না হই।
বেগুনী অন্ধকার ছেয়ে যাবে গোধুলীর রন্ধ্রে রন্ধ্রে,
যদি আমি উদ্ধত না হই।
মধ্যরাতের বিষাক্ত হিমবাহ গ্রাস করবে চৌরঙ্গী,
যদি আমি সাম্য না হই।
উন্মাদ মেঘের দল বিদ্রোহ ঘোষণা করবে দিগন্তে,
যদি আমি শ্রাবণ না হই।
তপ্ত দাবদাহ গুমড়ে খাবে শীর্ণ তনু,
যদি আমি কাব্য না হই।
আগামী বসন্ত হবে কৃষ্ণচূড়া-হারা মূহ্যমান,
যদি আমি প্রেমিক না হই......