তুমি বললে; আর আমি আকাশ হলাম,
এক পৃথিবী জলস্থল হৃদয়ে স্থান নিলো,
জন্মালো কিছু কীটপতঙ্গ-ধুলাবালি ।
লক্ষকোটি দানবের বিষাক্ত নিশ্বাসের কিয়দংশ তাদের প্রাণ-
বৃহৎঅংশ আমার বেদনার প্রশমন।
তুমি বললে , ভালোবাসো আমায়;
তোমার শ্রেষ্ঠ সন্তানেরা ভালবাসতে শিখলো মৃত্যুকে,
বুকের মাঝে আজ আমার শ্রেষ্ঠ দানবের আনবিক শ্বসন।
তুমি বললে, ভালোর পুরস্কার আর মন্দের তিরস্কার;
পুত্রগণ তোমার ভালোর মুখোশে শয়তানের পূজারী,
বলো হে বিরাট শিশু, তোমার অসীমতার চূড়ান্ত কি তবে কি?
অত্যাশ্চর্য নূরের মাঝে শিখর-সম আঁধারি ??