কোনো চোঁখে অশ্রু নেই বলে
সে চোখ কি কাঁদতে জানেনা
পাতা ঝরে যাওয়া বৃক্ষের মতো
আবরণহীন আছে শুধু প্রান ,
শুখনো বালিতে খুঁজে খুঁজে ফেরে
নীল সাগরের ঠিকানা
রক্তক্ষরণে নিঃশেষ তবু
হাসিমুখে হয় শেষ
কোনো হাসিমুখ দেখলে ভেবোনা
সে বুকে কষ্ট থাকেনা ।