যদি সমুদ্র এসে তোমাকে ছুঁয়ে যায়
তবে প্রয়োজন নেই পেছনে দেখার
নষ্ট হাতের লেখা কবিতার মতো
ছুঁড়ে ফেলো সব নষ্ট অতীত ,
তবু নিযিদ্ধ উজান বেয়ে
নীড় খোঁজে যদি অচিন পাখি
দেখতে পাবে নদীর বুকে
এখনও ওঠে বৈশাখী ঝড়,
একাকী রাতে মেঘের ছায়ায়
কবেকার সেই প্রিয় চেনামুখ
কবেকার সেই পাঁচটি পদ্ম
তোমার জন্য আজও রয়ে গেছে ।