পথ চলা শুরু করে যে পথিক
পেছনের পথ সে কি মনে রাখে
সে কি জানে কোথায় থামতে হবে
আলোর রেখাকে জোনাকী ভেবে
হাতের মুঠোয় ধরতে গিয়ে ,
নিজ ঠিকানায় পৌছেছে কে কবে
গন্তব্যহীন গন্তব্যের আসলেই
কি কোনও শেষ থাকে ।