যতটুকু পথ একসাথে চলা যেতো, গেছি
যতদিন আপন বলে ভাবা যেতো, ভেবেছি
তারপর দুই পথ কবেই হয়েছে পৃথক
রোদ্রে পুড়ি বৃষ্টিতে ভিজি
জানি একই আকাশের নিচে আছি দুজনেই
একই বাতাসে দুজনেই নেই নিঃস্বাশ,
ঘর তাকেই বলে যেখানে হৃদয় বাস করে
সুখ তাকেই বলে যাকে দেখলে
অকারণেই হৃদয় খুশি হয়,
ঘরহারা সুখহারা হয়ে ভাবি
যা আমার ভাগ্যে নেই
তাকেই কেন ভাগ্য বলে মনে হয় । ।