হারি জিতি তাতে কিবা আসে যায়
লড়াইতো করতে জানি
অকাতরে গন্ধ বিলিয়ে ঝরে যায় ফুল
কাগজের নৌকা ভাসে কিবা ডোবে
তার নেই কোনো কূল ,
আসা নিরাশায় হোঁচট খেয়ে কতবার
ক্ষমা করে দিয়ে নিজেকেই করি তিরস্কার
পাই বা না পাই তাতে কিবা আসে যায়
ভালোতো বাসতে জানি ।।