আকাশ ভরা বৃষ্টি আর বৃষ্টি ভেজা মন
মন চাইছে কাছে থাকুক আমার আপনজন।
আপনজনের জন্য যে মন উদাস-অচেতন'
কী জানি কবে পাব আমি, সেই প্রিয় প্রাঙ্গণ।


আমার প্রিয়ার হাতের ছোঁয়ায় আমার উদাস মন
হয়ে যাবে স্নিগ্ধ নিরব আবীর মাখা বন
তোমার কোলের, তোমার ঠোঁটের উষ্ম পরশ আঁকা
স্পর্শগুলো হয়ে উঠুক, যতœ ও প্রেম মাখা।


বৃষ্টি ভেজা কোমল রাতের প্রতিক্ষাতে ভোর
আমার-তোমার মিলন দিনের বর্ষা আঁকা দোর
আষাঢ় দিনের অঝোর ধারায় ঝড়বে বরিষন
আমরা দু'জনে প্রেমের তুফানে ভাসাবো মোদের মন।