কাহারে তুমি মানুষ কও?
হাতে পায়ে খুব সুশ্রী সবল
যার বাহুতলে ক্ষমতা প্রবল
হুংকারে যার কেঁপে ওঠে সব
মানুষ পক্ষি জল স্থল
তাকেই কি তুমি মানুষ কও?


সেই কি মূলত মানুষ আসল
যার নেই জ্ঞান, বুদ্ধি, আকল
দুনিয়ার প্রেমে যে মহা পাগল
বিধাতার বানী না মানিয়া ভাবে
এই পৃথিবীই কর্মস্থল
সেই কি মূলত মানুষ আসল?


মানুষের কথা বলি...
সৃষ্টির সেরা করেছে তোমায়, দিয়েছে অমর বানী
সকলের চেয়ে সেরা যে তুমি, সে নহে বিত্ত বলে
বিনয় আর ভালবাসা দিয়ে, তুমি শ্রদ্ধা নিবে কিনে
সাম্যের বানী শুনাবে তুমি, মানুষের মাঝে গিয়ে।


সততার সাথে মানুষের মাঝে করবে তুমি আবাদ
ধনী ও গরিবে বুকে তুলে নিয়ে ভুলে গিয়ে মতবাদ


এই হোক আজ শপথ তোমার
মানুষই হবে স্বজন তোমার
বিপদ ও আপদে।
তবেই তোমার মানুষ নামটা
স্বার্থকতা পাবে।