হৃদয়ের সকল জ‍্যোৎস্না ম্লান হয়ে নিভে যায় ;
কখনো হৃদয় অনূভুতি শূন্য হয় -
আবার উজ্জ্বল হয়ে জ্বলে উঠে ভালোবাসা
কখনো সাথী ফসলের মতোন জেগে থাকে ক্ষেতে -
কিন্তু, সেইদিন সকল গান শেষ হয়ে যায়,
সেইদিন পথ আলাদা হয়, আমার -তার- সবার,
হয়তো- কাউকে ভালোবেসেছি আমি,
বনলতা সেন,অমিতা সেনের মতো নদীয়ায়
পৃথিবীর ভীড় থেকে কেউ- কাউকে কোনোদিন
খুজে পাবো নাকো জানি আর -
কিছুদিন আকাশের বুকে ফ‍্যাকাসে চাঁদের মতো
সেই  রুপসী যেন আমায় দেখে নিষপলক।
সমস্ত নক্ষত্রেরা যেদিন গিয়েছে মরে  ;
অন্ধকারে মিশে যায় কুয়াশায়,
একদিন মনে পড়ে যদি হেমন্তের বিকেলে -
কিংবা সন্ধ্যার নক্ষত্রের কাছে,
পৃথিবীর কাছে, বলে যায় একবার ভালোবাসি।