ফসলের মাঠে যদি সে ফিরে আসে একবার ;
শস্যক্ষেতের হলুদবর্ণ লাগিবে তাহার শরীরে
মুক্ত চুল তাহার আকাশচুম্বী মেঘের মতোন,
বাংলার রুপসীর প্রেম,শিশির হয়ে থাকে ঘাসে ঘাসে
মাকড়ের জালে আটকে থাকে সাদা মাছি
কুয়াশার ভোরে জেগে থাকে আলোক লতা গাছের গায়।
শান্তি লতার মতোন - বেঁচে থাকে  বুকে নদীর পাশে,
দেখেছিনু তারে একদিন - সেই রুপসী  কন্যা রে
মাথাভাঙার কাছে, কোন‍্ সে এক নারী
উত্তর হাওয়ায় দুলিতেছে আঁচল খানি তাহার।
এই মাঠ, নদী, ফুল দেখেছিল তারে হেসেছিল ;
ধানক্ষেতের কাছে, ইলেকট্রিক তারে ধূসর শালিক, দোয়েল
পাখিনীর মতো চোখ আষাঢ়ের জল দিয়ে ধুয়েছিল যেন,
হয়তো সে আর আসিবে না কোনো দিন ফসলের মাঠে
জেগে রবে শুধু দূরের নক্ষত্রে অন্ধকারে - অন্ধকারে।