বয়স কি বাড়ছে?
চিন্তিত মন বড় অসহায়।


বিষন্নতায় ডুবে থাকে তনু মন। অথচ, এই আমি কতকাল শোকের সাগরে ভেসে হেসে যাই স্বর্গ সুধায়!


আমি বড় অদ্ভুত! যেথায়, রাগগুলো গিলে খেয়ে শুদ্ধ পথের সন্ধানে আছি সেথায় কেন অন্তর্জ্বালা খেলা করে?


আমি ঝিমিয়ে আছি। ছটফটে মনের কোনে জেগে থাকা আত্মার পরাজয়- মানতে পারি না।


নিস্তেজ মনে, তোমাকে পাশ ফিরে রাখি ভয়ানক মন খারাপের দরজায়!


কিং যখন কর্তব্য ভুলে, কিংকর্তব্যবিমূঢ়!  আমি তখনো প্রজা হয়ে নুয়ে থাকি লজ্জায়। কেন সে বুঝে না!


নিথর দেহ কি কেবলি শ্বাসহীনতায়? নাকি, দমবন্ধের আনাগোনাতেও থাকে এমনি কোন দেহ?


দেহভরা চাকচিক্যে বাঁচি আমি নিদ্রাহীনতায়....
নিদ্রাযোগে বেঁচে যাব মৃত্যুর কোলে...
ঢলে পড়ব অসীম ভাললাগার শূণ্যতায়!!


জী, বয়স সত্যিই কমছে!