আলো আঁধারির মাঝে ডুব দিয়ে আকাশ দেখি।
জগত সংসার ভুলে সংসার সাজাই।
বিনিদ্র রাত্রির প্রহর কাটাই আকাশে চাঁদের আলো ঢেলে!
আকাশ আজো নীল, তারারা ছুটে দ্রুত....
আকাশ ভেঙ্গে এসে সংসারে পড়ে।
আমি দ্রুত প্রস্থান শেষে শ্মশানে যাই!


গঙ্গাস্নান জুটেনা আমায়, আমি ডুবি বুড়িগঙ্গায়,
পুত পবিত্র হওয়ার বাসনায় মুদিত নয়নের-
পাতায় বয়ে নিই বর্জ্য, চলি অহর্নিশ!


নিঃশ্বাসে নিঃশ্বাসে জেগে থাকা অহমিকায়,
বিশ্বব্রহ্মাণ্ড ক্ষয়ে ক্ষয়ে যায় আমার উদরে!
অগ্রন্থিত ভাললাগার মন্দবাসায়-
তুমি আমি নই আর পরিচিত!