আমার যত ইচ্ছে ছিলো, বাক্সবন্দী;
আমি খুলিনি সেই কবে থেকে!
বাঘবন্দী খেলায় হেরে গেছি, সেই কবে;
আমি এখনো বন্দী সেই খাঁচায়!


আমার যত স্বপ্ন ছিলো, বাক্সবন্দী;
স্বপ্নের পায়ে বেড়ি সেই কবে থেকে!
স্বপ্নালু হতে হোঁচট খেয়েছি, সেই কবে;
আমি আজও স্বপ্নহীন রূঢ় বাস্তবে!


আমার যতগুলো আকাশ ছিলো, বাক্সবন্দী;
আকাশের শাদা মেঘ কালো হয়েছে সেই কবে থেকে!
আকাশ ভেঙ্গে বাজ পড়েছে, সেই কবে;
আকাশহীন ভঙ্গুর কুটিরে আমি এখনো!