একদিন-
ঠিকই আমি ক্ষান্ত হবো!


একদিন-
তোমাদের মতই আমার মতামত হবে,
একদিন-
তোমাদের কথায় আমি নাচব,
একদিন-
জোৎস্নায় আমি নীরব হবো,
একদিন-
সূর্যস্নানে ঘর্মাক্ত আমি চুপসে থাকবো,
একদিন-
বহমান নদীতে নীরবে ঝাঁপ দিবো,
একদিন-
নিরস বদনে পাহাড় ডিঙ্গাবো,
একদিন-
চুপিসারে তোমারই পাশে বসব!


আমি....
আজ-
অস্থির চিত্তে দো'মনা,
আজ-
চঞ্চলতায় উদ্যমী,
আজ-
কাব্যে স্বাপ্নিক,
আজ-
মনোহর ভূমে মাতাল,
আজ-
চেষ্টায় অঘটনঘটনপটিয়সী।


আসছে সময়ে-
আমি থেমে যাব!


তোমাদের মতে আমার মত-
হবে সারাক্ষণ!


কেবল-
আজকের নশ্বর সময়টাই-
চুরি করেছি আমার তরে!


উত্তরা, ঢাকা।
২০১৮১২২২
১৪২৬ ঘটিকা