একদিন এই বিষাক্ত নগরীর চুল খামচে ধরব,
নগরীর সকল নপুংশকগুলোকে উলঙ্গ করে দাঁড় করাব,
ভাঁড়গুলোকে বুড়িগঙ্গায় ডুব দেওয়াব,
নগরীর রন্ধ্রে রন্ধ্রে থাকা মিচকেগুলোকে কানমলে দিবো-
নয়তো, সবগুলো অসুরকে সুন্দরীর ফাঁদে ফেলব!


তিলতিল করে বেয়ে আসা নিত্য সদা বিষাক্ত সব,
আমি দূর্জনে নিক্ষিপ্ত হয়ে তোদের করব ভোগ!


নগরী, তোকে আমি ইজারা নেবো-
শত কোমল শুভ্র গোলাপের বিনিময়ে,
শিশিরের কণায় গড়াবে আমার অশ্রুজল,
তোকে নিয়েই গড়ব আমার সরোবর!