কিছু স্বপ্ন কিনেছিলাম।
বিশ্বাস করুন, ছেড়ে দিব!
একদমই পানির দরে....বিক্রি করে দিব।


স্বপ্নগুলো আজ অচল মাল।
আধুনিক সভ্যতায় তা আর চলে না!
আবেগহীন যন্ত্রে এটা বড় বেমানান।
ডাইয়িংয়ের চাপানো রঙ-এ দিনগুলো কপট চাকাচিক্যময়-
আমার স্বপ্ন সেথায় বিবর্ণ....


উত্তর আধুনিক সমাজ- সংস্কৃতিকে ধারণ করেনি,
নতুন গড়া সং সাজা সংস্কৃতিতে আমি খাবি খাই।
গোধূলির ছায়ায় আমি স্বপ্ন বেচার ডাক দিই।


আমি স্বপ্নগুলো বেচে দিবো....
পানির দরে বিকিয়ে দিবো....
মূল্যহীন?
তবে-
তোমার পদতলেই স্বপ্নগুলো ছেড়ে আসব,
তুমিই না হয় পা দিয়ে তা অবদমন করে নিও!


২৫.০৩.২০১৯ইং