তোমার আকাশে বেড়ে উঠা জীবনটা বড় জ্যান্ত, ভাবলেশহীন;
রঙহীন কর্কশ আকাশে শকুনগুলো শকুন দৃষ্টিতে তাকায়-
আমার পাণে। এটাই আমার আকাশ!!


শকুনেরা খেলা করে, শকুন আমার নয়; নাকি,
মনের শকুন ভেসে বেড়ায় আমার আকাশে!


একটি আকাশ নীল নয়না আর মেঘকালো আরেক,
হাসির ধারায় কান্না জমে নীরবে নিভৃতে!
আমার আকাশ দিয়েছি তোমায় করতে বসত ঘর
সেথায় আছে কর্কশ ধ্বনি সূত্র বহুদূর!


ডানে থেকে মিশতে চেয়ে বামপাশ যায় সরে,
পক্ষ পক্ষের সমীকরণ মিশে সমীরণে।
হেথায় থেকে এথায় এসে পূর্ণ ঘূর্ণিঝড়-
হাঁড় কাপানো ভয়ঙ্করে স্বপ্ন ধড়ফড়!!