কতশত বছর গেল হেঁয়ালী দোলনায় দোলে, আমার গাঁ ঘেষে;
আমি আরাম কেদারায় বসে সমুদ্রের সফেদ ফেনা মাখা লবন জলে-
কুলকুচি করি!
আমি যন্ত্রণার বাঁকা মুখ, কষ্টে ধরে রেখে বসি।


দূর পথে ক্ষুদ্রাতিক্ষুদ্র নৌযানের পিছু পিছু ছুটে চলা আলবাট্রস!
ভয়ানক চোখ, ঠান্ডা দৃষ্টিতে মেলে ডানা-
আমার মাঝে জেগে উঠা সুরদ্যোতনা, পিষ্ট হয়-
সুমদ্রজলের লু হাওয়ায়।


বিশালতার ক্ষু্দ্রতা জানি, অপরিমেয় ধারণাতীত;
মুখ ফিরিয়ে নেয়া ভালবাসা পাহাড়ের তলদেশে-
আকাশ সমুদ্র কুর্ণিশ করে সেই পাদদেশ।
হাহাকার কেন এসে লুটায় তবে?