মুখ চিনিনা আমি মুখোশ চিনি
বিষাদবৃহ্মে যদি ঢাকা পড়ে সুখ
মেঘেলা সন্ধ্যায় আমি আসবো না
খুব করে আর তোমার ডাকবো না


একলা দুপুর, কিছু কবিতার অসুখ
কিছু বেদনার রঙ আর দু মুঠো নীল
ডানাভাঙা চিল তার অপলক দৃষ্টি
চোখ তবুও ভিজে যায় ছোট সেই বৃষ্টি