অবনী, তোমাকে নিয়ে আমি কোন কবিতা লিখতে চাই না
কারণ, কবিতা হলো কল্পনা-বাস্তবের এক মিশ্রণ,
কিন্তু, তুমি তো আমার কোন কল্পনা না
তুমি তো আমার বাস্তব অনুভূতির আলিঙ্গন।


প্রতিদিন তোমাকে আমি দেখি তারপরেও,
প্রতিবারই তোমাকে প্রথম বারের মত মনে হয়,
আজও যখন দেখলাম আমি তোমাকে
থমকে দাঁড়ালাম অনুভূতির আঙ্গিনায়।


আমি নতুন করে প্রেমে পড়লাম তোমার
নতুন করে চাই তোমাকে তোমার কাছে,
তুমি কি নতুন করে হবে আমার?
আমাকে লুকাবে তোমার নতুন সাঁজে, শাড়ির ভাঁজে?