চলে যাওয়ার আগের মুহূর্তে
ফিরে তাকাও একবার,
ভুল করেও বন্ধ করো না মানস চিত্রে
স্মৃতির সোনালী দ্বার।


অনেক স্পর্শ, অনেক আনন্দ
জলপ্রপাত ঘটাবে তোমার বুকে,
তবুও অতীতের অনেক ছন্দ
লুকিয়ে আছে তোমারই চোখে।


অতি সহজেই যেমন পারবে না তুমি
আলোতে চোখ বন্ধ করে স্বপ্ন দেখতে,
কিন্তু, আবার অন্ধকারে চোখ খোলা রেখেও তুমি
সুখময় স্মৃতির বুকে দিতে পারবে মাথা পেতে।


তখন তুমি নিজেকে উজাড় করে দিও
অসীম অন্ধকার শূন্যের বুকে,
চোখ মেলে স্মৃতির দ্বার থেকে খুঁজে নিও
তোমার স্পর্শ হীনতায় কাতর কাউকে না কাউকে।