ওহে বন্ধু, এসেছিলাম তোমাদের মধ্যে
থেকে গেলাম কিছুদিন,
দিয়েছি তোমাদের অনেক আনন্দ-দুঃখ
ততোটাই আমি করেছি ঋণ।


আজ চলে যাওয়ার মুহূর্ত
বিদায় বাণীতে ঝরাইও না ব্যঙ্গ,
যদি ভালো কিছু বলতে না পারো
তাহলে জোনাকির মত দাও একটু সঙ্গ।


বহুদূর, যতদূর চলে যাই
তবুও মনে পড়বে তোমাদের স্মৃতি,
সে সময় দীর্ঘশ্বাসের বুকে নেব ঠাঁই
ব্যর্থতাকে দেব তখন ছুটি।


গোলাকার বৃত্তের মাঝে, কখনও
যদি আবার দেখা হয়ে যায়,
ভেবে দেখো তখন শুরুর কথাগুলো
দাঁড়িয়ে জীবনের উচ্চ সীমায়।


যেখানে শুধু বিলাসিতা আর বিলাসিতা
অতীত দুঃখের নেই কোন স্থান,
আমার অতীত রূপের দর্শিত সকল নগ্নতা
মনে করে আমাকে তখন করো অপমান।


আর যদি পরিশ্রমে তোমাদের দুই বাহু
লৌহ কাঠিন্যকেই হারিয়ে দেয়,
তখন আমাকে দর্শন করে দু-ফোঁটা অশ্রু ফেলো
আর ঘর্ষনে ঘর্ষনে তাপের সৃষ্টি করো বুকের খাঁচায়।


ব্যথিত হবো না তখন আমি উত্তাপে
কারণ ওটাই যে আমার কামনা,
নিন্দুকের নিন্দার মাঝে
যেমন খুঁজে পাওয়া যায় স্বার্থকতা।