কোন এক বছরে, ঠিক এই দিনে
তুমি এসেছ পৃথিবীতে,
তাই অতিথি সেঁজে, থাকবে তুমি বসে
তা হয় কি করে?


জীবন সাগরে, অদূরে দাঁড়িয়ে
ভেব না শুধু নিজের কথা,
সবাই সবাইকে ছেড়ে, চলে যাচ্ছে দূরে
এই দেখে হারিয়ে ফেল না মানবতা।


নিজের অস্তিত্ত্ব, নিয়ে থেক না ব্যস্ত
সাহায্যর দৃষ্টি নিয়ে তাকাও সবার দিকে,
জেনো তোমার অস্তিত্ত্ব, সবার মাঝেই সুপ্ত
বিপদ গ্রাস করলেই তুমি তা বুঝবে।


তাই রাত জাগা ভোরে, পৃথিবীর আগে
অলসতা কেটে ওঠ জেগে,
উদ্বাহু নৃত্য করে, গান গাও সুরে সুরে
স্থবির আর বধিরদের মাঝে।


তোমার পৌরুষত্ব, সচেতন অস্তিত্ব
নারীর সোহাগে যেন প্রকাশ না পায়,
তোমার পৌরুষত্ব, সচেতন অস্তিত্ব
পরিশ্রমের মধ্যে যেন খুঁজে পাওয়া যায়।


জৌষ্ঠের উত্তপ্ত রোদে, নিশ্ছিদ্র অন্ধকার রাতে
হেঁটে চলো তুমি পথে পথে,
পায়ে ফোস্কা পড়লে, ভুলে গর্তে পড়ে গেলে
স্মরণ করবে তখন সৃষ্টিকর্তাকে।


কিন্তু করো না নির্ভর, সৃষ্টিকর্তার উপর
নিজেকে স্থিতিশিল রেখে,
সবি আছে তোমার, বুঝে কর ব্যবহার
সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে।


মনে রেখ যে ভাই ভাই, করছে সব সময়
তোমার পাশে থেকে,
সে ভাইও তোমায়, অসময়ে দেবে না ঠায়
সটকে পড়বে অনাকাঙ্ক্ষিত বিপদ দেখে।


আত্মবিশ্বাস নিয়ে, চলে আসো পাশে
তার বিপদের দিনে,
তোমার থেকে, বুঝতে পারবে সে
যা বোঝেনি তোমার বিপদের দিনে।