হায়রে আমার শত্রু!
তুমি কত বোকা
যার জন্য ফেলো অশ্রু
সেই দেয় তোমায় ধোঁকা।


যে বন্ধুর জন্য
তুমি হয়েছ আমার শত্রু,
গভীর অরণ্যে
আসলে সে নয় তোমার বন্ধু।


বন্ধুর মুখোশ পরে
তোমার পাশে আছে,
বিপদেও থাকবে একসাথে
তবে সে থাকা না থাকা একই হবে।


তোমার বিপদে রুদ্ধ থাকবে তার কন্ঠ
সুরে বাজবে না কোন ঝংকার,
তুমি বিপদের সময় থাকবে অন্ধ
তাই আচরণ লক্ষ্য করতে পারবে না বন্ধুর।


শত্রু অপেক্ষা বড় শত্রু
মুখোশ পড়া এইসব বন্ধু,
এই বন্ধুর চেয়ে শত্রুও মিত্র
কারণ, শত্রুর কন্ঠ থাকে না রুদ্ধ।