মা, তুমি কি শুনতে পাচ্ছ?
আজকের দিনটাকে তোমার নামে উৎসর্গ করে দেওয়া হয়েছে
কিন্তু তুমি তো আমার কাছে প্রতিদিনই আছো,
যেখানে আমার সত্তা লুকিয়ে আছে।


দিনে একবার হলেও তোমাকে আমি ডাকি
যখন কাছে থাকি তখন ঘন ঘন ডাকি
সময়ে-অসময়ে সবসময় ডাকি
তোমার স্বপ্নেই চোখে স্বপ্ন আঁকি।


যখন ডাকি তখন কোন কিছু ভেবে ডাকি না
কিন্তু, সেই ডাকে কোমলতা আছে
ঝর্ণার মত নির্মলতাও আছে
তবে, কিছু কিছু অনুভূতির কথা আমি জানি না।


শুধু ভালো-লাগা থেকেই ডাকি না,
কারণে-অকারণেই ডাকি
তবে, এই ডাকটা কিন্তু ভালোবাসাহীন না
ভালোবাসার অথৈ জলে আমি ভাসি।


মা, মা-গো, তুমি কি জানো,
আমি এখন অনেক অভিনয় করতে শিখেছি,
মানুষকে কাছে টেনেই দূরে ঠেলে দিতে শিখেছি,
ফেলে আসা পথ ভুলতে শিখেছি
শীতল সুরে শিস বাঁজাতে শিখেছি,
পিশাচের মত হাসতে শিখেছি
আবার কাউকে কাউকে ভালোবাসতেও শিখেছি।


মা, ও-মা তুমি কি জানো,
এত অভিনয়, এত পৈশাচিকতার মাঝেও
কারও কারও জন্য ভালোবাসা কিভাবে এলো?
কারণ, মা ডাকটা আমি আজও ভুলিনি
আমাকে দেখলেই ভেসে ওঠা তোমার চোখের হাসিটা আমি ভুলিনি
জ্বরে পুড়ে যাওয়া কপালে তোমার কোমল স্পর্শ আমি ভুলিনি
বাবার শাসনে আমার পক্ষ টানের কথা আমি ভুলিনি
মধ্যরাত পর্যন্ত না খেয়ে আমার জন্য অপেক্ষার কথা ভুলিনি
খেতে বসে নিজের সব ভালো কিছু আমাকে খাওয়ানোর কথা ভুলিনি
তাইতো ভালোবাসা আজও আমার পিছু ছাড়ে নি!


ভালোবাসার বীজতো তুমিই আমার মাঝে প্রথম বুনেছো
তাই, আমি যখন ক্লান্ত দিনের শেষে ঘুমাতে যাই
কল্পনায়, বুকের উপর তোমার একটা হাত রেখে দেই
আর মনে মনে জপতে থাকি
মা, মা-গো,
আমাকে আগের মত করে একটু ঘুম পাড়িয়ে দাও।
আমি অনেক ক্লান্ত, একটু শান্তির ঘুম ঘুমাতে চাই।।