ঐ আকাশের আড়ালে
তুমি মুখ লুকালে
বলো না, আমি কোথায় লুকাবো
কার আঁচলের তলে।


ঐ আকাশের তারা'র মাঝে
তুমি নিজেকে লুকালে
বলো না, তোমাকে কিভাবে দেখবো
উঠবো কার কোলে।


ঐ বাতাসের মাঝে
তোমার সুবাস ছড়ালে
বলো না, আমি কিভাবে নিঃশ্বাস ছাড়বো
নিঃশ্বাসে সুবাস নেওয়া যায় না যে।


ঐ সূর্য্যের মাঝে
নিজেকে অবশেষে দেখালে
বলো না, আমি তোমাকে কি ভাবে দেখবো
আপনা-আপনিই চোখ বন্ধ হয়ে যায় যে তাকালে।


ঐ স্বপ্নের মাঝে
যখন তোমায় খুঁজে পাই ক্ষনকালে
বলো না, তখন তোমায় কিভাবে ধরে রাখবো
তাই ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বলি, মা তুমি কোথায় গেলে !!


__ উৎসর্গ : স্বপ্নচারি হিমুর মায়ের নামে। আর, পৃথিবীর সেই সব মানুষদের জন্য যারা নিরবে কাঁদতে কাঁদতে ভাবে, মা তুমি কোথায়!!